যোগাযোগ তো ঐ ছোট গাছেও আছে।
অক্সিজেনের সাথে সুসম্পর্ক না রাখলে
হাসতে পারতো না গাছটা।

এসব না ভেবে ঘুমাতে যাই।
সাড়ে আটটা বাজে।
এখন রাত না সকাল!
এতো না ভেবে ঘুমাতে যাই।
বেঁচে থাকার দিনযাপন
জেগে উঠছে সহস্র দিগন্ত জুড়ে
নীরব চিন্তায়।

এখন আমি সব ভুলে ত্রিরঙ্গার কথা ভাবব।
বছর ধরে নিজেকে লুকিয়ে রাখি
ঝিনুক সভ্যতার কাছে।
বিশ্বাসের ভালোবাসা
কতটা কঠিন,
এই বোধজীবন বুঝিয়েছে
সাহিত্যের মতোই।
দ্যাখো আমি হাসছি অসাহিত্যের মতো।
আজ না হয় স্বপ্নে আমার দেশ
আমার মাতৃভূমি
জেগে উঠুক,
দুঃখ চোখের অন্তরে
আনন্দের অবগাহনে।