দার্জিলিং চায়ে কাপে মন, তুমি মিশছো ভেজা কাঁচে
হাসি-মুখ, আগুন চোখে পাহাড়িয়া ফুল ও সেল্ফি
শরীর জুড়ে গন্ধ কুয়াশায় শ্যাওলা লাগে, শীতলতায়।
তুমি বারংবার বলো আর ঠান্ডায় বেরু বেরু নয়
কু ঝিক ঝিক করে সমুদ্রের কোলাহলহীন গর্জনে
বা অনন্ত নির্জন দ্বীপের নীলাসক্ত ঝিনুকে
আমাকে খুঁজে পেতে চাও। আকর্ষণে-বিকর্ষণে।


রেন ফরেস্টের মাতাল সাপ আমায় ডাকছে
তুমি নাগিন হবে আগ্নেয়গিরি কবিত্বে!!