আশ্চর্য এক স্বপ্ন, গ্রাস করছে আমাদের স্বপ্ন।
আমাদের স্বপ্ন।
বাংলা ভাষার স্বপ্ন। বৃষ্টিস্নাত স্বপ্ন।
কেন যে আজও স্বপ্ন দেখি,
কেন যে ঘুমের ভিতর স্বপ্নরা
গ্রাস করে নেয় রাহুর মতো,
কোটি কোটি টাকার পাহাড়
গ্রাস করেছে তোমায়।
ঠিক এই কারণেই
বৃক্ষজন্ম ছেড়ে তুমি নদীপথের সুখ
জাহাজের শুভেচ্ছা,
উড়োজাহাজের আহ্লাদকে
নিজের মনে করে পাখি হয়েছ।


বাংলা ভাষার স্বপ্নকে ভুলে
রক্তাক্ত আমাকে ফেলে
পাখি হয়েছ।


সাদা পাখি, আর আমি রক্তাক্ত চিতা বাঘ।
বাংলা ভাষার ভিতর বাঘ লুকিয়ে আছে,
দুর্ভাগ্য তুমি দেখতে পেলে না,
তুমি দেখতে পাও না।