বসন্ত উৎসব জেগে উঠলে
ঘুমিয়ে থাকা খোয়াই নদী
জেগে ওঠে পুরোনো কবিতার জঙ্গলে।
সে সব খুঁজে খুঁজে
যখন কমলেশ পালের পাঁচটি কবিতায়
পৌঁছে যাই
ঠিক তখনই জন্ম নেয়
অন্তরাল।
মনে হয় পুড়িয়ে ফেলি
ট্রেনের গন্ধ
বনগা লোকাল
মধ্যমগ্রাম স্টেশনের ময়লা।

কিন্তু কেমন করে
নিজের অন্তজকে নষ্ট করব
এই গাঁদা ফুলের মৌচাকে!

কমলেশ পাল কবেই বলেছে
আমি খোলোশ মেখেছি
আমার অজান্তেই
পুরোনো প্রলেপে।

অবাক লাগে এসব ভাবতে ভাবতে
আমি নিজেই ব্যঞ্জনবর্ণ হয়ে উঠেছি
   মানুষের চোখ বলতে চাইছে--
তুমি ক পেয়েছ!