যুদ্ধের মরসুমে কিছু প্লেন
ধুলো মাখা পথ, শপথ
মাথার উপর দিয়ে চলে গেলো।

মৃত্যু কখন এসেও চলে গেছে
কিছুই বোঝা যাচ্ছে না,
উপলব্ধি করার উপায় নেই চুমু
কেমন করে
আমার বাগানে ছাই মাখিয়ে

নিরুদ্দেশের দেশে
অভিবাসী হয়েছে।

মাথার উপর দিয়ে যুদ্ধের ক্ষমতা
লেলিহান শিখা
অজস্র অশ্রুজল
মিলে মিশে গেছে।

তোমরা এখনও আশার কথা বলো
তোমরা এখনও আসার কথা বলো
আমি শিখে নিয়েছি
মাথার উপর এখন অহংকার নয়
শৈশব বাস করে, সযত্নে।