উত্তরটা জানতাম বলেই
জীবন্ত চোখে
প্রশ্নের দিকে যাত্রা শুরু করি।

এখন ভিন্ন অভিনয়,
অজানাকে জানার চেষ্টা।

উত্তরটা স্পষ্ট।

আগুনের চুল্লীতে শেষ জেনেও
প্রতিদিন সুপ্রভাতে
চায়ের পেয়ালায়
নরম বিন্নি ধানের খই
খুঁজেই চলি, চড়াইয়ের মতো...