অন্ধকারে বসে আছি,
মৃত্যুকে উদযাপন নয়
ঘুমিয়ে থাকা দর্শনের হাতে
জোনাকিকাঁঠি দেখতে পাচ্ছি।
উত্তরণের কথা লেখা আছে
সে সকল জীবন্ত উত্থানে।


ঠাকুর আমাদের রবীন্দ্রনাথ,
দুর্গাপুজোর মতো কার্নিভ্যাল না হলেও
এ ঠাকুরকে হঠাৎ করেই বাঙালি
পেয়েছি রামকৃষ্ণদেবের পরে।


রবি ঠাকুর আমাদের মনের
প্রেমের, অন্তরঙ্গের। নীরবতার।
কাঁদতে কাঁদতে যদি রবীন্দ্রনাথ পড়ো
ভুলেই যাবে তুমি কেন কাঁদছিলে,
তাকে বন্ধু বা দর্শনগুলোকে
জাগাতেই পারি, নিজেদের মধ্যে
নীরবে, নিভৃতে।