চোখের গায়ে ছত্রাক জন্মালে
পাহাড় পর্বতে নদী জন্ম নেয়।
শিরদাঁড়ার মতো পাইন গাছ
উঁকি খুঁজে নেয় শীতল সকালে।
ভাচ্চু পার্টি চলতে থাকে এপারওপার,
জেগে ওঠে নতুন সৌভাগ্যহাসি
আমার তোমার শেষে
অবরুদ্ধ জীবন চেতনায়।


কিসের পার্টি না জেনেও
কাছাকাছি পাশাপাশি থাকতে চাই।


পাশের ফ্ল্যাটের অচেনা মুখ
আমরা তবু বন্ধু হয়ে
ভাচ্চু পার্টিতে হাতে হাতে স্পর্শ করি।


একাকীত্বের অসুখে বেঁচে থাকি।
করোনার মুহূর্ত শেষে, বাঁচার আনন্দে।


সুন্দর হয়ে উঠছে শিরদাঁড়া সকাল
কবিতার ভাচ্চু পার্টিতে।