গুছিয়ে দেওয়া জামাকাপড়, কুয়াশা ভরা দিন
চায়ের কাপে ঝড় তোলাটাই, আসলে রঙিন।


অনেক কবিতা হবে, আড্ডা কতক তাই
যেমন জমুক আলাপ, ওর হাতেই লাটাই।


এ জীবনে কবিতা হবে, তাও ভালোবাসার জন্য
চায়ের কাপ হাতে, তুমি আমার লাবণ্য।


প্রথম কবিতায় তুমি ছিলে না, শেষ কবিতায় থাকবে
আমার উঁচু নীচু রাস্তা, কেবল তুমি তো মাখবে।


অন্ত্যমিলে কেটে যাক, এক থেকে একাশি
ভালোবাসা, সব জন্মে এমন করে তোমাকেই ভালো...