ফিরেছেন বাড়ি জয়দা, পাগলি তা খুশি
পিন্ডি চটকানো নয়, মনে ভালেবাসা পুষি


যতই ভাবো হিংসুটে, ফালতু লেখে রোজ
ভাষা বাংলা, সময় নষ্ট না, জীবনের খোঁজ


পাগলি আছে বলেই কেক পেস্ট্রি সব হচ্ছে
লকডাউনে আমার জিভ কিছু না মিস করছে


সকলে ছন্দ বুঝলে কে বুঝবে প্রেমের গন্ধ
পাগলিকে পেলে সবটুকু হবে যে এক্কে বন্ধ


সব নিয়ম মেনে হয় না জীবনে, যত রাখা জল
খাবার মজুত থাকলেও প্রকৃতি আসলে মাতাল


প্রতিশোধ নেবেই প্রকৃতি, পাগলির সাথ চাই
তোমরা ওড়াও ঘুড়ি, মর্জিমাফিক এ লাটাই


কোমোডে ভাসে না কিছু, মনে রয়ে যায় প্রেম
ভালোবাসা আসলে ভালোবাসাই, ইটস নট গেম


পাগলের হাত ধরেই ফিরবে পাগলি, আসুক তুফান
গরীবের কষ্ট কেউ বোঝে না, সুন্দরবন বাঁচান


পাগলি তো উইন্ডি, আর কী দেখব ঝড়ে
ঘূর্ণিঝড় কেমন হয় বুঝেছি এ সংসারে