সব ভালোর একটা দেশ, আজও আছে।
পেয়েছি সব এমন আশা, আজও বাঁচে...
সব ভালোর একটা দেশ, আজও আছে।


ও গেহরি রাত গুজার গায়া ইন্তেজার মে
মেহফিলি ফারিয়াদ সা পেহলিয়া থে তাগদির মে
সুভা কী নাজাকত মে, তুম মুঝে কেহতি হো
কুছ শুভ আয়ি -- উজালা মে...


জিন্দেগির এসব দিনে তুমি পাহাড়িয়া কিশোরী নদী।
আমি ভেসে যাই দূরের সবুজ বাগানের পথে
সংসারের রোজগার চাই গাইড বেশে, হাসিমুখে
পর্যটকের দল মাখছে-- ব্রিজ, নদী, আকাশ
বাগানের চায়ে আজও স্বাদ লেগে আছে ভালোবাসার...


আমি তো ফিরবোই, আনন্দের মোমবাতি নিয়ে
তখন তুমি উঠে এসো এপিটাফের পাশ দিয়ে
ভালোবাসার রাস্তায় আলো জ্বলে চিরকাল, বেহিসাবী...