ঘুম আসছে, ঘুম আসে, ভালোবাসে।
ভালো কবিতার অহংকার
ঘুমোতে চায় শোক সর্বস্ব সভ্যতায়।
দীর্ঘ হয়ে ওঠে চিত্রণ মুহূর্ত,
জেগে ওঠে রহস্য
জেগে ওঠে মায়া সভ্যতা।

ভালোর মাঝে চাই
কিছু ভাবনা কাব্য।

ঐ কাক, শালিখ বুঝতে পারবে
সেই সব আপেক্ষিক লেখা।

জীবন কী চায়!