একদিন দেখলাম খারাপ মানুষের স্তূপে
এক নারী ভ্রূণ জন্মগ্রহণ করতে
দূরের পাহাড় পুরুষ মেঘকে পাঠালো
উত্তাল ধারায় নদীর মতো ছন্দ বইতে থাকলো।


দূরের ক্যানভাসে আমি তখন ভীষ্ম আঁকছি
আমি তখন সত্য পথের উজানে
খুঁজে চলেছি বৌদ্ধ শান্তির স্তূপ।


খারাপ মানুষের কোনো লিঙ্গ হয় না।


নারীটি আজ নেমে এসেছে।
মেয়ে থেকে মা হয়ে উঠেছে।


কলমকারকা তাকেই কবিতা বলে...
আমি বলি জীবন।