লিওনার্ড কোহেন (১৯৩৪-২০১৬) এর কবিতা

অনুবাদ: সোমনাথ পাত্র

অ্যানি চলে গেল—
এখন কার চোখকে তুলনা করব
সকালের রোদ্দুরের সাথে?

আমি তো কখনো তুলনা করিনি,
আজ করছি,
কারণ সে চলে গেছে।