তুমি বিষম খেয়েছ মানে
কেউ তোমায় মনে করেছে -
একথা জানার পর থেকে আমি
সবসময় অপেক্ষায় থাকি
কখন বিষম খাব।
সকালে ঢক ঢক করে জল পান করি,
ভাত, মুড়ি চিবিয়ে না খেয়ে গিলে খাই,
গোগ্রাসে খাই -
এভাবে কৃত্রিম উপায়েও
যদি বিষম খাওয়া যায়,
বিষম তো বিষমই হয়
সে সত্যি হোক বা মিথ্যা।
অফিসেও সহকর্মীর কাছে বারে বারে
জানতে চাই -
আমি বিষম খেয়েছি কি ?
হয়তো খেয়েছি, বুঝতে পারিনি।
প্রতিবারই না বাচক উত্তর শুনে
মন খারাপ হয়ে যায়।
আচ্ছা, বলো তো -
সারাদিনে একবারও কি
আমায় তোমার মনে পড়েনি ?