অফিস ফেরত বাড়ির পথে
গোটা ব্যাঙ্ক রোডটাই আমি হেঁটে আসি রোজ
ওখানেই শেষবার দেখেছিলাম তোমায়
সেদিন ব্যাস্ত ছিলে কেনাকাটায়,
তারই ফাঁকে ক্ষণিকের দৃষ্টি বিনিময়
তোমার মুচকি হাসি
সে দৃশ্য কি ভোলা যায় !
ও'টুকুর জন্যই হেঁটে চলেছি আজও


হাঁটছি হাঁটছি হাঁটছি -
হাঁটতে হাঁটতে এক দশক কেটে গেল প্রায়
তবুও হাঁটছি যদি আবার দেখা হয়


বলো তো আরও কতকাল পর ওপথে আসবে তুমি-
এক দশক ? দু'দশক? নাকি তারও পরে?
ততদিন না হয় হাঁটবো অপেক্ষায়


কিন্তু ততদিনে
আমার মাথার টাক নবজীবন সংঘের মাঠের মত বড় হয়ে যাবে  
চিনতে কি আর পারবে আমায় !
তুমিও তখন আরো পাতলা, পক্ককেশ
চিনতে পারা সহজ নয় !


চিনতে পারি বা নাই পারি
তোমায় এক পলক দেখার জন্য
ওপথে আরও হাজার বছর হাঁটতে
রাজি আছি।