চৌরাস্তা ক্রস করে ন্যাশনাল হাইওয়ে
যতদূর গেছে আমাদের মধ্যেকার দূরত্ব
কি ততটাই ?
নাকি সমুদ্র ও আকাশের মধ্যে তফাৎ যতটা  
তোমার আর আমার মধ্যে দূরত্ব ঠিক ততটাই !
ঠিক বুঝে উঠতে পারিনা।
আমাদের পাশাপাশি গ্রাম
আমাদের বাসস্ট্যান্ড কমন
আমাদের রেল স্টেশন কমন
এমনকি আমরা শপিং করি একই জায়গা থেকে, তুমিই বলেছিলে
প্রতি সপ্তায় না হোক, মাসে না হোক
বছরে এক দু'বার অন্তত আমাদের দেখা হতেই পারে,
তাও হয়না।  
আসলে তুমি আর দেখা দিতে চাওনা
দূরে থাকতেই ভালোবাসো,
হয়তো দূরে থাকাতেই তোমার যত আনন্দ, সুখ।
তুমি তো আর জানোনা -
তুমি যখন আমায় সময় দিতে
কথা বলতে
দু'দণ্ড বসতে আমার পাশে,
তখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিলাম আমি।