কতবারই দেখা হবে কথা হবে বলে
তুমি দেখা দাওনি, মনে পড়ে
মনে পড়ে -
সেবার স্টেশনে এক এক করে মেচেদা
লোকাল পাঁশকুড়া লোকাল মেদিনীপুর
লোকাল চলে গেল, তুমি আর নামলে না
আমি হতাশ হয়ে প্লাটফর্মে বসে পড়তেই
লোকে দু'এক টাকা ছুড়ে দিয়েছিল ভিখারী ভেবে
মনে পড়ে, আর একবার চৌরাস্তার মোড়ে
ঠায় দাঁড়িয়ে রইলাম
পুরনো ল্যাম্পপোস্টের মত একা
তুমি আর এলে না
মনে পড়ে, শেষবার যখন দেখা হল
তুমি বললে -পৃথিবীটা গোল বুঝলে
ঘুরতে ঘুরতে দেখা আমাদের হবেই
সেই থেকে দ্রাঘিমারেখা ধরে আমি হেঁটে চলেছি
দক্ষিণ থেকে উত্তরে  
এতো দীর্ঘ পথ অতিক্রম করে
তোমার কাছে পৌঁছানো অসম্ভব জানি
কিন্তু তোমাকে যে অবিশ্বাস করবো
সে সাহস কোথায় আমার!