আজ কতদিন পর তোমার সাথে দেখা।
দেখা হতেই তুমি অভিযোগ করলে -
ভুলতে চাই ভুলতে চাই বলে এতো যে লিখলে
ভুলতে কি পারলে ?
পুরানো স্মৃতি মনে করিয়ে দিয়ে নিজেও কষ্ট পেলে আর আমাকেও কষ্ট দিলে।
তুমি মনে করিয়ে দিলে -
সুখেরও দিন ছিল কত -
একসঙ্গে সিনেমা দেখা পার্কে বসে বাদাম খাওয়া কিংবা ভিড় রাস্তায় হেঁটে যাওয়া
কই সেগুলো নিয়ে তো কিছু লিখলে না !


ও পাঠিকা শোনো - এখন শৈত মধ্যাহ্ন।
একটু পর বিকেল হবে
তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা
তখন কলমের কালি শেষ হলে  
কিংবা দপ করে বাতি নিভে গেলে
ভুলতে চাওয়া শব্দরা আর ভিড় করবে না আমার খাতার পাতায়,
তোমাকে আর মনে করিয়ে দেব না পুরানো প্রেম
তখনও যদি আমার কথা মনে পরে
কাকে দোষ  দেবে ?
ও পাঠিকা শোনো -
পশ্চিমে ঢলে পড়া সূর্যকে সাক্ষী রেখে বলছি
ভুলতে চাওয়ার কথা যতটুকু বলেছি
ভুলতে চেয়েছি তার থেকেও বেশি।