খলিল জিবরান (১৮৮৩-১৯৩১) এর কবিতা

অনুবাদ: সোমনাথ পাত্র

এক শিয়াল সূর্যোদয়ের সময় তার ছায়ার দিকে তাকিয়ে বলল —
"আজ দুপুরে উট খাব।"

তারপর সারাটা সকাল সে উট খুঁজে বেড়াল।

কিন্তু দুপুরে নিজের ছায়া দেখে আবার বলল —
"একটা ইঁদুর হলেই হবে।"