আমিও হেঁটেছি কত পুরীর জনসমুদ্রে উদ্দেশ্যবিহীন,
ঢেউ মেখে বালি মেখে ছুটেছি কত সৈকতে,
তোমাকে ভুলতে চেয়ে কত কিনা করেছি -
শিল্প না বুঝলেও ছুটে গেছি পিপলিতে,
প্রেমের দেবতা না হোক জগন্নাথের পায়ে পড়েছি -
ভুলিয়ে দাও প্রভু ভুলিয়ে দাও।
তোমাকে ভুলতে চেয়ে কত কিনা করেছি
কাল সারাদিন।
ব্যস্ত থেকেছি, কিন্তু ভুলতে কি পেরেছি !
শুধু তুমি তুমি গন্ধে মাতাল হয়েছি
আর মাতাল হয়ে ছটফট করেছি।
আমায় এমন ছটফট করতে দেখে
সমুদ্র অট্টহাস্য করে,
বয়স্কা চাঁদ তোবড়ানো গালে মুচকি হাসে,
বাতাস গাছেদের সাথে, গাছেরা পাখিদের সাথে
মুখ নাড়ানাড়ি করে আমায় নিয়ে,
আমি কি আর করি -
হোটেলের বারান্দা থেকে দূরে ওই শ্মশানে
মৃত প্রেমিকদের শব দাহ করা দেখেছি
কাল সারারাত।