তুমি আসবেনা জেনেও তোমার প্রতীক্ষায়
দিন কাটাই। বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামে ।
জানালার পাশে পেয়ারা গাছের ফাঁকে
চাঁদ ওঠে। অপেক্ষায় অপেক্ষায় রাত বাড়ে।
আর রাত একটু বাড়লেই ছোট পাড়া গাঁ
ঘুমে অচেতন শুনশান।
কিন্তু আমি তুমি আসবেনা জেনেও
ছেঁড়া কাঁথার বিছানায় এখনো তোমাকে
প্রতীক্ষা করি। এক ঘন্টা দুঘন্টা তিনঘন্টা -
সময়ের কাঁটা অনবরত ঘুরেই চলে। গাছের
ফাঁক থেকে একফালি জোৎস্না ছিটকে এসে
সোহাগিনীর মতো জড়িয়ে ধরে আমায় -


আমি ভাবি তুমি !