রোজই দেখি-
গ্রামের ওই কংক্রিটের রাস্তা দিয়ে
তুমি হেঁটে যাও দূরে
ইদানিং তোমাকে আরো বেশি
তন্বী আর ছিপছিপে মনে হয়
আরো বেশি সুন্দরী লাগে,
রোজই দেখি -
তুমি হেঁটে গেলে বাতাস ফিসফিস করে
গাছেরা কানাকানি করে
দূরে ওই সরিষার ক্ষেত হাওয়ায় নৃত্য করে,
একঢাল কালো চুল উড়িয়ে
তুমি যখন হেঁটে যাও
মনে হয়, ওই পথই বসন্তের পথ
ওই পথেই যত বেঁচে থাকার রসদ,
তোমায় দেখে আমারও
আরো বেশিদিন বাঁচতে মন চায়
ইচ্ছা করে -
তোমার হাত ধরে হেঁটে যাই পাশাপাশি
কিন্তু পারিনা কিছুতেই,
ভয় হয় যদি লোকে পরকীয়া বলে
যদি লোকে লম্পট, চরিত্রহীন বলে।