শুনলাম -
তুমি নাকি এখন খুব ভালো আছো,
ফি বছর তোমার জন্মদিন পালন হয়
বিবাহবার্ষিকী পালন হয়
বছরে একটা ফরেন ট্রিপ কর
প্রায়ই রেস্তোরায় গিয়ে ডিনার সারো,
ভালো আছো, ভালো থেকো
আমিও তো তাই চাই।
তবে সেদিন রেস্তোরায় গিয়ে
আমার নাম শুনে এমন চমকে উঠলে,
ইতিউতি খুঁজলে আমায়
তোমার দুচোখ দিয়ে,
সেটা কি ঠিক করলে ?
রেস্তোরায় গিয়ে কেউ কি
এঁটো বাসনপত্র নিয়ে ভাবে!
শুনলাম -
দিন কয়েক আগেও  
তোমার মেজ জা'র ভাইয়ের ছেলের
আমার নামে নামকরণ হয়েছে শুনে  
তুমি নাকি খুব রাগারাগি করেছ,
আপত্তি জানিয়েছ,
এখনো এত রাগ! এই তোমার ভালো থাকা!
আমার তো বিশ্বাস হয় না।
শোনো -
যেদিন আমার প্রতি তোমার
রাগ, অভিমান, ভালোবাসা কিছুই থাকবে না,
সেদিন বুঝব তুমি ভালো আছো
খুব ভালো আছো।