কবি - খলিল জিবরান (1883-1931)
অনুবাদ - সোমনাথ পাত্র
কথিত আছে, সমুদ্রে প্রবেশের আগে
নদী ভয়ে কাঁপে।
সে ফিরে তাকায় তার ফেলে আসা পথের দিকে,
সুউচ্চ পর্বতশৃঙ্গ থেকে,
ঘন বন ও গ্রাম পেরিয়ে বয়ে চলা দীর্ঘ আঁকাবাঁকা সেই পথ।
আর তার সামনে,
সে দেখে এক সুবিশাল সমুদ্র,
সেখানে প্রবেশ করা মানেই
মনে হয় নিজেকে চিরতরে হারিয়ে ফেলা।
কিন্তু আর কোনো পথ নেই।
নদী আর ফিরে যেতে পারে না।
কেউই ফিরে যেতে পারে না।
ফিরে যাওয়া অসম্ভব কালের নিয়মে।
নদীকে তাই ঝুঁকি নিতে হয়
সমুদ্রে প্রবেশের,
কারণ তখনই কেবল ভয় দূর হবে,
কারণ সেখানেই নদী বুঝবে—
এটা সমুদ্রে হারিয়ে যাওয়া নয়,
বরং নিজেই সমুদ্র হয়ে ওঠা।