উদ্দেশ্যহীন অভিব্যক্তি-৯৭
চারদিকে কান্না


কাঁদছি, কাঁদছে সবাই, কান্না দিকেদিকে
নষ্ট মানবতা দেখে কাঁদ ভাই!!
পড়ুক ঝড়ে, যত জল আছে দুই চোখে।


গড়িয়ে পড়ুক অশ্রু। নোনা জলে সাগর হয় না-
কারো কারো চোখে জল আসে না
তাই কাঁদে তারা।
আমারও এমন হয় মাঝেমধ্যি, শুধু দেখি-
শুস্ক চোখের ক্ষীন দৃষ্টি দিয়ে---
আকাশ সেজেছে!! আধারের যেন আধিপত্য।


মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-
কথার কথা যেন বিপন্ন মানবতা
আমি আজ আর তাই কাঁদি না-
অভ্যস্ত হয়েছি আমি
সিদ্ধ্যস্ত আপণার তরে।


সভ্যতার গোটা সংসার ক্রন্দনরত
বড়ই আহাজারি, কোথায় মানুষ!
আমি মানুষ চাই
একটা  মানুষ।


বাস, ট্রাম কিংবা স্বশান
নিরাপদ নয় আজকের শিশু তাও নিজ ঘরে
যৌনতা ভর করে সবখানে
ক্ষীন স্বার্থের তরে
মারা পড়ছে বৃদ্ধবৃদ্ধা যত।


শৃঙ্খল ফিরবে, মুখে মুখে অমৃত
হায় ভগবাণ!! কার মসনদ
কে যেন ক্ষমতাবান।
ভাই ভগ্নিতে শত্রুতা যত
মিত্রতা দেখ পশুতে পশুতে শত।


লাশের বহর টানে
ক্লান্ত হয় যন্ত্র মানব, নিরুপায় জনতা
রক্ষকই ভক্ষক!
কার যেন কিসে ব্যাথা।


কাঁদ ভাই কাঁদ! খুব জোরেজোরে কাঁদ
কান্নাই সান্তনা, সুখ মিলে অনেকটা।।