বাড়ির ঈশান কোণে কদিন আগেই চারাটার জন্ম হয়েছে
বর্ষা পেরিয়ে গ্রীষ্ম যখন দাঁড়িয়ে,
জলের অভাবে বৃক্ষতল তখন গেছে শুকিয়ে।
চারাটার চেহারায় ভেসে উঠে জলের তীব্র হাহাকার
মৃত্যুর কাটা এলার্মের মতো তাই বেজে উঠে বারবার,
কোমল দুটি হাতে তুমি এক মুঠো জল দ্বারা বুজালে সে অন্ধকার!
সেই আশীর্বাদে চারাটা মাথা তুলে আবার ।
বিশ্বাস করতে পারছিলাম না নিজেকে !
স্বপ্নের চেয়ে সুন্দর ছিল সেই মহেন্দ্রক্ষণ!
এক মুঠো জলে চারাগাছের হাসিতে,
তোমাকে ঈশ্বরের মতো করে নিয়েছিল আপন!
তোমার দেওয়া হীরকের মতো এক মুঠো জল
আজ-তা লক্ষ-কোটি মানুষের নিঃশ্বাসে ছায়াতল।
আমি বৃক্ষের বক্ষে কান পেতে শুনে ছিলাম সেই বাণী!
যেখানে ছায়া
বৃক্ষের বিমুগ্ধ হিয়া,
সেখানে তুমি শ্রেয়া !
তুমি এমনি সব কাজ কর যা বিশ্ব কল্যাণে আসে
তুমি ত্রাণকর্তার মতো দাড়াও সবার পাশে, সকল সর্বনাশে।