তরঙ্গিণী ও স্রোতস্বিনী
বারিধি ও জলধি
তোমারও বক্ষে প্রবালও পৃষ্ঠে
খেলিছে শৈবাল, দুলিছে হিল্লোলে।
তোমারও বক্ষে জানিনে কত
আমার মতো
তোমাকে ভূবন করে
তোমার আশ্রয়ে দোলে ক্ষণ জনম লয়ে।
তরঙ্গিণী ও স্রোতস্বিনী
বারিধি ও জলধি
তোমারও বক্ষে তোমার শীতল জলে
সন্তরণে ব্যাকুলিত কত প্রাণ
কত এসেছে কত গেছে কত আসবে
তবুও তুমি রয়েছ বহমান।