ওরা দেখছিল...
হ্যা , ওরা তোকে দেখেছিল ।
ব্যস্ত রাজপথে হাঁটতে হাঁটতে,
রঙিন কাঁচ লাগানো গাড়ির ওপার থেকে...
ওরা সবাই তোকে দেখেছিল।
কেউ কেউ হয়ত নিজেদের উলঙ্গ মনের যত নোংরা রস আছে সব ঝরালো
তোর বিবস্ত্র শরীরটা দেখে।
কেন এমন আশা করেছিলিস মা ?
এ তো শুধু আশা নয়!
দুরাশা।
ওই পচা গলা মনের মানুষগুলো ...
যারা মাঝে মধ্যে মুখে রঙ লাগিয়ে...
রঙ্গ মঞ্চে অভিনয় করে...
ওই পাকা অভিনেতার দল
তারা সবাই ছিল সেখানে।
তাই কি তুই ভেবেছিলিস ওরা আসবে !
তোর দেহ ঢাকতে !
যারা তোর সত্ত্বাকে পায়ে করে দলেছে ...
ভয় কি মা !
তারাই কাল তোকে ডাকবে অনেক নামে।
তুই হবি নির্ভয়া ...
তুই হবি দামিনি।
এটা কি কম বড় পাওয়া !
আজ যারা শুধু তোর দিকে তাকালো...
বাজি ধরলাম দেখিস...
কাল ওরাই তৈরি করবে দয়া ,সহানুভূতি আর মেকী ভালোবাসার ব্যারিকেড।
মিলিয়ে নিস আমার কথা।
ওরা মহামানব। অনেক দয়া ওদের
ওরা করবে তোর জন্য ...
তোকে ভারত মাতা বানাবে...
তোকে নিয়ে কত কাব্য কত গান রচনা হবে !
সোশ্যাল মিডিয়াগুলোতে উঠবে প্রতিবাদের ঝড় ...
মিলিয়ে নিস ।
পাগলী মেয়ে এতকিছুতেও তুই খুশি হলি না...
আশা করলি !
ওরে তুই যখন নিজের ইজ্জত রক্ষায় ব্যস্ত...
ওরাও তো ব্যস্ত ছিল গ্রিনরুমে...
একটু বোঝ মা...
অবুঝ হোস না ...
তোর অতি যত্নে আগলে রাখা সম্মান
যাকে তুই নিজের থেকেও বেশি ভালবেসেছিলিস
সেটা নিয়েই হবে নাটক !
চড় চড় করে বাড়বে টিআরপি।
এত তোর পরম পাওয়া...তুই বুঝবিনা মা !
এত বোকা তুই !
এত বোকা !