ওহে সুবিশাল বট বৃক্ষ
দিচ্ছ ছায়া স্বার্থ হীন
জুরাচ্ছে মোর বক্ষ।
আমি কাটিতেছি ডাল
ছিঁড়িতেছি পাতা বিনে অকারণ,
তবুও কেন প্রার্থনা করছো সুখী হোক মোর ভাল?
আমি ধরিয়াছি হাল
লয়ে ছেড়া পাল অদৃশ্য পথে
শত যাতনায় যুদ্ধ করছো
বুনিতে মোর ছেড়া পাল।
জীবন সংগ্রামে আসে নাই কেহ হেতা
অনাচার আর মানব লজ্জায় ভুগেছি যেথা
তব পেয়েছি তোমায় তৃঞ্চার্তের জল রূপে সেথা
হে মহিয়ান মোর বৃক্ষ পিতা।