যৌবনের যত শক্তি সাধনা দিয়েছি উহারে
বিনিময়ে শুধু পেয়েছি অন্ন ক্ষুধিত পরিবারে।
পেশী বলে যতই ঘুরিয়েছি কঠিন কলের চাকা,
মাসের শেষে পাইনি তবুও আমার ন্যায্য টাকা।


এমন করিয়া কেটেছে আমার মাসের পরে মাস,
বয়স নাকি বেড়ে গেছে, চাকুরী আমার শ্যাষ!
মধ্য বয়সে মনের বেদন বুকে চেপে যাই-
বিনা নোটিশে বলে উহারা, চাকুরী তোর নাই!


কোথায় গেল শ্রম আইন, বিধি ও তার ধারা?
ভুখা পেটে লাথি মারে;তোরা ওদের গদি ছাড়া!
আইন শুধু তাদের তরে, আমার বেলায় ফাকা,
জানতে চাইলে ন্যায্য অধিকার, গলায় দেয় ধাক্কা।


বুক ফেটে যায় পরিতাপে হায়; সহিতে পারিনা অন্যায়,
টনটনে ব্যাথায় অশ্রুজলে বুক ভেসে যায় বন্যায়।
নিঝুম রাতে শান্ত কন্ঠে বলে রমণী;চিন্তা করনা অযথাই-
রিজিক যেখানে রেখেছেন আল্লাহ, হইবে কর্ম হেথায়।



#করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে চারিদিকে যেমন হরিলুট হচ্ছে তা বিশ্বাস করতেই যেন কষ্ট হয়। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ একটি খাতে করোনা পরিক্ষা নিয়ে যেমন জালিয়াতি হয়েছে তা জাতি কোনদিনও ভুলবেনা। কর্মক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। কর্পোরেট চাকুরী থেকে শুরু করে দেশের তৈরী-পোশাক শিল্প কারখানায় হচ্ছে বিভিন্ন অসংগতি। যেখানে শ্রমিকদের ন্যায্য পাওনাদি বুঝিয়ে না দিয়েই ছাটাইয় এর নামে বলপূর্বক চাকুরী ছারতে বাধ্য করা হচ্ছে। যা খুবই পরিতাপের বিষয়।


#রূপগঞ্জ,নারায়ণগঞ্জ,বাংলাদেশ
তাংঃ১৯/০৯/২০২০ ইংরেজি