শুধু হারাবে ভেবে
বেছে নিয়েছিলাম চিন্তামগ্ন জীবন,
অক্লান্ত বেদনা আর পেশীবহুল কষ্ট কিছুক্ষণ ।


শুধু হারাবে ভেবে
সৃষ্টি করেছিলাম মন পাথুরে দেওয়াল
সহ্য করতে অবহেলা, অপমান আর হেয়াল ।


শুধু হারাবে ভেবে
লাজ পায়রাটি কষ্টে দিয়েছিলাম বেচে
যদি মন পাঁজরে তোমায় পাই একটু মৃদু হেসে ।


শুধু হারাবে ভেবে
নষ্ট করেছিলাম বাবার কিছু সপ্ন উষ্ণ
তাই চিৎকার করে কেঁদে বলি আমি শকুন বন্য ।