নাগরিক জীবন আমার একদমই ভালো লাগে না
নিশিতে বাতায়ন গলে মিষ্টি কড়ই ফুলের গন্ধ এখানে আসে না
পাখির কলতান নয়, ভোর হয় গাড়ির প্যা-পু শব্দে
জীবনটা ছুটে চলে আধুনিক কলের যন্ত্রে
মুখশের উপড় সুরক্ষিত মুখোশ, হয় যদি ব্যামো শ্বাসতন্ত্রে?


আধুনিকতার ভনিতা ধরে ধরে জীবন যে কখন হারায় তার ছন্দ-
তা আর ভেবে কি?
যাচ্ছেতো জীবন উল্টো নিয়মে তা কিসে মন্দ?
হতেছে আবার কৃত্তিমতার ছোঁয়ায় ভীষণ চিত্তানন্দ
এ সবের মধ্যে থেকে যাচ্ছে সমস্ত জীবন বন্ধ।


এখানে ইট-কাঠ আর পাথরের ন্যায় মায়া মমতার ভীষণ অভাব
ব্যস্ততায় পরিপূর্ণ এই যান্ত্রিক জীবনে এটাই যেন সত্য স্বভাব।