সময়ের টানে ছিড়ে গেছে মূল্যবোধের জাল,
নগ্ন নৃত্যে পল্লী গায়ে মজা হবে কাল।
নষ্ট সুরে নষ্ট কথায় গান হবে রাত্রি ভর
নেশার টানে মাতাল হয়ে কিশোর -কচি ছাড়বে ঘর।


পাশের বাড়ির ছেলেটা তার বাবাকে দেয় 'শালা'গাল!
এইনা শুনে বন্য শিয়াল হুক্কাহুয়ায় ছাড়ে পাল।
প্রবীণ-বৃদ্ধ এখন নাকি সমাজের জঞ্জাল!
হাল ধরেছে তাই ক্ষীণ জ্ঞানের নবীন মাতাল।


যে পথ দিয়ে হাটে আমার মুফতি মুহাদ্দিস;
নবীন কেন করেনা আজি তাহাদের কুর্নিশ।
যে পথ দিয়ে হাটে দেখ আমার শিক্ষা গুরু;
তাঁদের দেখে ওরা কেন কুচকে রাখে ভ্রু?


তোমারা জারা নবীন-কাঁচা ভবিষ্যতের রাজা;
মূল্যবোধের অলংকারে জীবনটাকে সাজা।
নৈতিকতা মহা গুণ রেখ তব মনে;
ভক্তি করে শ্রদ্ধা কর তোমার গুরুজনে।