এই বাংলার আমি সেই নারী শ্রমিক,
কেউ রাখেনা আমি ছাড়া, আমার কাজের ক্রমিক।
গতরখেটে আধা মজুরি; শক্তি নাকি কম!
দেখেনি ওরা আমারও আছে পুরুষ সম দম।


শক্ত হাতে হাতুড়ি পিটাই;কঠিক ইটের পড়ে,
মহাজন বলে হয়নি শক্ত, মারতে হবে জোরে।
বাচ্চা কাদে ক্ষুধার জ্বালায় নিদ্রা ভাঙ্গে ভোরে,
স্বামী বেচারা গত হয়েছে এক বৈশাখী ঝড়ে।  


আয়েস-নিদ্রা খোয়াব যত দিয়ে বিসর্জনে,
সভ্যতার খোলস বুনি আমি আপন মনে।
কত ঘামে ক'পয়সা পাই জানে কোন জনে?
বুক আমার ভারি হয় হাজার খানিক ঋণে!


বাবার পরে ধরেছি আজ সংসার তরীর হাল,
ঘেমে নেয়ে কিনে আনি,একটু নুন আর চাল।
কর্মক্ষেত্রে খুঁজি ফিরি লজ্জার নিরাপত্তা,
বোঝেনি ওরা আমারও আছে; পুষ্পগন্ধ সত্ত্বা।