ও ডাকে যাদু আছে
ও সুরেই মধু,
ফজরের ঘুম ভাংগালে
ও প্রিয় বঁধু।


ভয়ে ঢুলি আলসেমিতে
হিমে হবে ওজু,
উষ্ণ অধর ললাট পড়ে
চম্বনে হয় সাজু।


আদর আতর গায়ে মেখে
মসজিদের পানে,
নামাজ শেষে ছোট্ট নীড়
প্রেমানন্দে টানে।


খোদার কালাম পড়ে বঁধু
আলিফ মিম ছিন,
উত্থান হস্তে ফরিয়াদ মাগে
বংশের প্রদীপ দিন।


আল্লাহ তায়ালা সহায় হয়ে
বেহেশত নসিব করেন
ক্ষন কাল সুবাস ছড়িয়ে
বেহেশতের পথ ধরেন।


সে ফুলের নামটি ছিল
আমার সারাহ মনি,
এমন করে দেবে ফাঁকি
আমি কি তা জানি?


শক্ত হাতে রেখে এলাম
সমস্ত শক্তি বলে,
রাস্তা হতে এগারো কদম
বাঁশ বৃক্ষের তলে।


ব্যাথাতুর বুকে পাথর বেঁধে
বলে ইনশাআল্লাহ,
দিবেন আবার বুক ভরিয়ে
ভাগ্যে লিখুন আল্লাহ।


#নৈশ- ১২ঃ৫০ ঘটিকা, ০৩/১২/২০২১ ইংরেজি
#রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ


#প্রিয় কন্যা গত হয়েছে ০১লা মার্চ ২০১৮ ইংরেজি সালে। তারই স্মরণে আমার এই কবিতাখানা। প্রিয় কন্যা হারিয়ে প্রিয়তমা স্ত্রী'র আকুলতা ও মহান সৃষ্টি কর্তার কাছে পুনঃ আবেদন।