বাতসে ভেসে বেরাচ্ছে কিছু উপাদান
শীতের-
হাতরিয়ে বের করছে বস্তির ঐ বৃদ্ধটি কিছু গরম কাপড়
অতীতের-
তোমার বুকের নরম উষ্ণতা পাবার আশায়
নিমন্ত্রণ জানাই শীতের সকল
উপাদানদের-
এসো হে তুমি শুভ্র কুয়াশার চাদর মুরিয়ে,
হিরক জ্বলা শিশির হয়ে।
অথবা এসো তুমি ভেজা ঘাসের গালিচার উপরে,
কিশোরীরর টলমলে অশ্রু হাসি হেসে
তুমি আসবে; তোমাকে যে আসতেই হবে
ঋতুর পালাক্রমে-
আসবার কালে আনবে কিন্তু মিষ্টির হাড়ি ভরে।