বিনা শৃঙ্খলে আবদ্ধ আমি এক শ্রম দাস,
উর্বর মস্তিষ্কে হচ্ছে শুধু দাসত্বের হাল-চাষ।
ভুলি পরিবার আছে যত আত্মীয় স্বজন,
ভুখা পেটে ঘুরি অন্নের লাগি; খুঁজি মহাজন।

পেশীর বলে কল ঘুরিয়ে, মহাজনের মন ভরে।
হাতে আমি পেলাম যা, দেখে গেল হৃদ পুড়ে।
কষ্টে হেসে অন্ন কিনি, সন্ধ্যা হলেই কুঁড়েঘরে,
আপন সুখে আপন দুঃখে; নিজের মধ্যে যাই মরে!