একদা কদম আলী পরিলো বিপদে,
হইলো সমাজের দারস্ত
সারা রাত তার বিনিদ্রা কাটিলো ,
সামাজকে ভাবিলো বেহেস্ত ।


পরদিন সকালে ভারাক্রান্ত হৃদয়ে,
পড়িলো পায়ে গ্রামের মোড়লের
বাপের ভিটা যে যাচ্ছে বেদখলে ,
মোড়লের বিচারে সুবিধে হইলো সকলের ।


কদম আলী পাইলো অর্থ কিঞ্চিত,
হারাইলো বাপের ভিটে
গৃহহীন এখন কদম আলী মরে,
সারা দিন রাত খেটে ।


বাবু সাব বেশ আরাম বোধে,
নিজের ঠিকানা ভিটেয় দিলো এঁটে ।
মোড়ল পেল বাহবা সবার ,
গোপনে সাহেবের পা চেটে ।



#রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
১২-০৭-২০২০ ইং