হাজার হাজার-বিন্দু মিলেই হয় শব্দ।
আর---
শব্দের পাশে শব্দ মিলে কবিতা।
তপ্ত দুপুরে-
নদীর জলে- দুরন্ত ছেলের দল।
মেঠো পথ ধরে-
ব্যাস্ত কৃষকের দ্রুত ছুটে চলা।
দিগন্ত জোড়া চোখ রাখলেই-
শুধু ফসল আর ফসলের মাঠ।
কিন্তু কেউ-
বুজে না,বুজতে-চেষ্টাও করেনা,
মা হারা-ডাহুক ছানার,বুকফাটা আর্তনাদ!!