তখনও;গ্রাম শহরে বিস্তর তফাৎ
রূপকথার বনে নিশ্ছিদ্র,নিভিড় কষ্ট!
চারপাশে পরিচিত জন,চাঁদের আলোর ঝিলিক,
রক্ত বর্ণ চোখ- হাজারো তাচ্ছিল্যের কোলাহল।
প্রায়ই;নিজেকে তুচ্ছ মনে হয়।
তখনো সপ্নে ভাসে মাত্রাহীন,ভালবাসার  কবিতা।
মানুষ!ভাংতে পারেনা সামাজিকতার বাঁধ।
অতীত ক্ষুধার স্মৃতিরা নড়েচড়ে।
বিবর্ণ বিষাদ আঁকড়ে ধরে-
প্রতীক্ষিত হৃদয়; আজও রয়ে গেছে;এই নগরে!
শুধুই,মাঝে মাঝে ঐ চাঁদের জ্যোৎস্না দেখার বাসনায়!!