হৃদয় আমার,
বিস্তির্ণ শস্য ক্ষেত
কাঁদা মাখা গাঁয়ের পথে-
সুযোগ পেলেই হাঁটে।
সন্ধা নামে নামে-
দড়ি ছেড়ে গরুর পাল, বাড়ির পানে।
পাখিরা ডানা মেলে,নিজ নিজ নীড়ে।
পথের উপর গাছের দীর্ঘ-ছায়া।
শরীরে আমার মিশে আছে চাঁদের জোছনা।
কেউ-ই বুজবে সে ব্যাথা-
পিতার বিদায়ের ক্ষণ, পুত্রের অপেক্ষা।
নীরব সরোবরে সন্তানের চোখ,
নেই যে আর কোন,পথ খোলা।
চারিদিকে ঝিঁঝিঁ পোকার ডাক।
ধীরে ধীরে নেমে আসে সন্ধার গভীরতা,
ঘন হতে হতে চোখ গলে গড়িয়ে পরে আবেগ
এ শুধুই পিতা পুত্রের বিদায়ের ক্ষণ,
বিচ্ছেদের পালা!!