নিরন্তর সত্যটা আজ বড় একা,বড় অসহায়।
কি করে মানে,
মানতে চাইনা এ হৃদয় কঠিন সত্যটা।
ভাবছি বসে লিখছি একা
আখিঁ জলে ভিজে যায় খাতা!
নিজেকে?বড়ই অসহায় লাগে
আহারে অক্ষম মানুষ;আহারে অক্ষমতা
সময়ের স্রোতে-
ভেসে যাচ্ছে সব;ভেসে যাচ্ছে আপনজন
ঠেকানোর নেই কোনোই সক্ষমতা!
বদলায় দিন বদলায় ঋন শুধু বদলায়না অভয়
কিন্তু সময়ের রুপান্তরে,
অস্তিম আবেগ ভালবাসা সব ধোলাই লুটায়!
নিরন্তর সত্যটা আজ বড় একা বড়ই অসহায়
শুধুই বিরহ ভাবনায়।।