আমারও সপ্ন ছিলো
ঠিক  যেমন ছিলো তোমাদের
সমাজের চক্ষু বড়-ই  তীক্ষ্ণ
সপ্নগুলো আমার,খুন হয়েছে অবিরত।


আমারও একটা হৃদয় ছিলো
সে হৃদয়ে ছিলো আবেগ
ছিলো ভালবাসার আকাঙ্ক্ষা
হায়রে সমাজ;
দিনশেষে-আমার জন্য;কেহই ছিলো না
আমার জন্য;শুধু আমিই ছিলাম একা।


হৃদয় প্রসারিত ঐ চাঁদের পানে;
অধরা চাঁদ;চলে যায় বহু দূরে।
কষ্টগুলো হায়;আজও কুঁরে কুঁরে খায়
বলতে না পারার কষ্ট,বুকে চাপা দিয়ে
অবিরত গেয়ে যায়;বিরহের গান!!