আমি আজও তোমাকে দেখি
নীল আকাশের ভাসমান মেঘেদের ভিড়ে
যেখানে নক্ষত্ররা ফিসফিস করে
শুধু তোমার কথা বলে।


আমি আজও তোমাকে দেখি
গভীর অরণ্যের নির্জন নীরবতায়,
আমি শিহরিত বৃক্ষরাজির কোমল স্পর্শে।


আমার পৃথিবী আজ-
নির্জন  নিঃশব্দে ঘন অন্ধকার।
সকল নির্জনতা ভেদ করে-
মাঝে মধ্যেই,
রাত জাগা পাখিটা জেগে উঠে
বুকের ভিতর চিরন্তন বিরহের ক্লেদ।
হৃদ মাজারে কার নাম লিখা;
আমি ছাড়া জানেনা কেউ!!