মরণ সেতো!
ঘর থেকে আমার-কাড়িয়া নিয়াছে
সর্গের একটি গুল।
কার আছে ক্ষমতা আটকায় সেই দূত!!
বিরহ মন!
চোখ মুদিলেই তোমাকে দেখে,
চোখ খুলিলেই ব্যাকুল!
মন কাঁদে তোমারই  বিরহে।
দেখো! সবই আছে, তবু-কেন মনে হয়!
আমি বড় অনাথ,বড়ই অসহায়!!
মানে না মন,মানিতে নাহি চায়,
তাইতো মাগো,বিকালের রোদে-
খুঁজি তোমাকে,দুর্বা ঘাসের ডগায়!!