আমিও বলতে চেয়েছিলাম
একটা নদীর কথা,বলা হয়নি।
না দেখার ভান করে
আঁড়চোখে সারাক্ষণ দেখেছি।
আমি শুনেছি সবই আবার কিছুই শুনিনি।
আর,সবই করেছি সেদিন-সময়ের প্রয়োজনে।
আজও আমি নীরব-নীরবতার পাসরা সাজিয়ে,
লিখে যাই কবিতা-ছড়িয়ে দেয় বাতাসে
হৃদয়ের আলনায় দোলে প্রিয় মুখখানি,
বাসনা শুধু বক্ষোমাঝে-
হয়তো,তুমিও শুনবে একদিন বনঝর্ণার গান।।