বাবা নেই আজ!
গ্রামের ঐ সরু পথটা আজো;ঠিকই আছে।
এঁকে বেঁকে চলে গেছে ফসলের মাঠ বেয়ে।
এই পথেই- কত দিন যে!
ক্ষেতে গেছি-বাবার হাতটা ধরে।
সারাদিন মান কাজ করে ক্ষেতে-
সন্ধ্যার পর বাড়ি ফিরতাম;বাবার কাঁধে চড়ে!
সৃতি গুলো  আজও তাজা!
মনে হতেই-
হৃদয় ভারি-চোখ ভরে যায় জলে।
হে দয়াময়,আল্লাহ আহাদ!
তোমার কাছে করি মোনাজাত
বাবাকে আজ ঠাঁই দিয়ো তোমার,
রহমতের কাঁধে!!