ইচ্ছে ছিল তোমায় নিয়ে-
পরিযায়ী পাখিদের মতো উড়ে যাবো দূরে
শুনাবো তোমায় ঘাস ফুলের গল্প
হয়নিকো কখনো বলা!
এসো হে চাঁদনী কন্যা,
আমার দুঃখ দিনের বন্ধু!
এসো না হয়-
কবিতার মেঠো পথেই
কলশী রেখো কাঁখে
আর কলশীতে সে-ই শীতল জল,
খোপায় তোমার সুভা পায় যেন-
বেলীফুলের শতদল।
হাজার বছর পেরুলেও
ঠিকই চিনে নেবো
দেখে তোমার সে-ই
হরিণী পায়ের রুপ ।।