অন্তর পোড়া ছাই দিয়ে-
করেছিলাম যে,চন্দ্রমল্লিকার চাষ।
নিয়তি বাম!তা আজও বহুদূর!
যদি পার,যদি সময় হয়;
এসো না হয় এই গোধূলি বেলায়!
দেখেতে পাবে আজও!
কতটা আশাহত!কতটা বেদনা বিধুর-
আজন্ম বিরহের গুন টানা এ-ই প্রেমিক!
সময়ের টানে-
কতটা বিবর্ণ;সেই সবুজ প্রান্তর,
বলতে না পারার যন্ত্রনায়-
কতটা ক্লান্ত;সে-ই ঘাস ফুল!!